Posts

<iframe style="width:120px;height:240px;" marginwidth="0" marginheight="0" scrolling="no" frameborder="0" src="//ws-in.amazon-adsystem.com/widgets/q?ServiceVersion=20070822&OneJS=1&Operation=GetAdHtml&MarketPlace=IN&source=ac&ref=tf_til&ad_type=product_link&tracking_id=debusir-21&marketplace=amazon&region=IN&placement=B07Y3CJJCR&asins=B07Y3CJJCR&linkId=4f171ce55fbd61e2995edc927a03f8cb&show_border=true&link_opens_in_new_window=false&price_color=333333&title_color=0066c0&bg_color=ffffff">     </iframe >
Image
Class X 9.2/3e

জলের অতি ব্যবহার ও জল সংরক্ষণ

   জলের অতি ব্যবহার রোধ ও জল সংরক্ষণ             প্রাণের বিকাশে ও প্রাণ ধারনে জলের ভুমিকা :- প্রত্যেক জীবের জীবন ধারণের জন্য জল একটা অপরিহার্য উপাদান, যেমন - খাদ্যবস্তুর পাচন, পুষ্টি উপাদানের পরিবহন, রেচন ইত্যাদি প্রক্রিয়া গুলি জলের উপরে নির্ভরশীল। প্রানীদের ঘাম হিসাবে জলের নির্গমন ও তার বাস্পায়নের মাধ্যমে দেহের উষ্ণতা নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম, সালোকসংশ্লেষ প্রক্রিয়ার খাদ্য উৎপাদন ও খাদ্যবস্তুর সংবহন জলের উপরে নির্ভরশীল। এছাড়া ও পুকুর, হ্রদ, নদী ও সমুদ্রের জলে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ বসবাস করে। কাজেই জল ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব কল্পনা করাই যায় না। তাই 'জলের অপর নাম জীবন' বলে পরিচিত।         পানীয় জলের পরিমাণ ও ভবিষ্যত প্রজন্মের জন্য জলের সংরক্ষণ ও সুষ্ঠ ব্যবহার। আমরা সবাই জানি যে পৃথিবীর মোট দুই তৃতীয়াংশ জল এবং বাকি অংশ স্থল। তবু ও আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপদ জলের জন্য ভাবতে হচ্ছে। ভবিষ্যত প্রজন্মের সুষ্ঠভাবে বাঁচিয়ে রাখার জন্য এবং জীব জগতকে সুস্থ পরিবেশে টিকিয়ে রাখার জন্য। পৃথিবীর দুই তৃতীয়াংশ জলের মধ্যে ব্যবহার যোগ্য জল

EVP কেমন ভাবে করবেন?

Image
                      EVP(Electoral Verification Programme) ভারতীয় নির্বাচন কমিশন একটি নতুন প্রোগ্রাম শুরু করেছে। যেখানে সব ভারতীয়দের জন্য ভোটার কার্ড ভেরিফাই করা বাধ্যতামূলক হয়েছে। দুই ভাবে এই ভেরিফাই করা যাবে। প্রথম - টি হল অফলাইনে জনসেবা কেন্দ্র থেকে 2টাকা দিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। দ্বিতীয় - অনলাইনে বিনামূল্যে করা যাবে। আপনার মোবাইল থেকে ফর্ম ফিলাপ করতে পারেন। ওয়েবসাইট https://www.nvsp.in 1st September 2019 to 30 th November 2019 পর্যন্ত ।আবার বাড়ানো হয়েছে। তাড়াতাড়ি করুন। নতুন করে 30 দিন বাড়ান হয়েছে।

NRC-in Beagali

Image
NRC(National Register Of Citizens) রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী ।       NRC কী?  NRC হল রাষ্ট্রীয় নাগরিক পঞ্জী, যা citizen act1955 অধীনে কেন্দ্রীয় সরকার সারা দেশে অধিবাসীদের পঞ্জীভুত করার একটা প্রক্রিয়া।  এই আইন অনেক বার সংশোধন করা হয় 14A 2004 অসম, মেঘালয় ছাড়া সারা দেশে বাধ্যতামূলক করা হয়েছে।   প্রশ্ন হল নাগরিক কারা বা কীভাবে নাগরিকত্ব অর্জন করা যায় ?   এই ক্ষেত্রে ভারতীয় সংবিধান নাগরিকত্ব কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। এই ক্ষেত্রে দুটি theory আছে,  ১- জন্ম সুত্রে প্রাপ্ত নাগরিকত্ব ।  ২- শুধু জন্ম সুত্র নয়, এক্ষেত্রে পিতার জন্ম ও পিতামহের জন্ম কোথায় তা দেখে নাগরিকত্ব দেওয়া হয়।  2য়- ভাগটির অনেক গুলি নিয়ম আছে, যথা এক্ষেত্রে একটা বিষয়ে আমাদের জানা দরকার যে ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950, 26শে জানুয়ারি। amendment 3A অনুসারে যে কোনো ব্যক্তি 26শে জানুয়ারি 1950 এর আগে থেকে ও 1 লা জুলাই 1987 এর মধ্যে যারা এদেশে জন্ম গ্রহণ করেন তারা ভারতীয় নাগরিক হিসেবে গন্য।  2- যদি 2ই জুলাই 1987 থেকে 2ই ডিসেম্বর 2004 যাদের জন্ম হয়েছে তাঁর মা অথবা

চন্দ্রায়ান 2 মিশনের সম্পর্কে আমার মত।

প্রথম কথা হল চন্দ্রায়ান2 মিশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কী ইসরো র বিজ্ঞানীদের মনোবল ভেঙে পড়েছে? না মহাশয়! তবে কিছু কথা এই প্রসঙ্গে বলতে হয়।আজ থেকে ৬০ বছর আগে নাসা নাকি চাঁদের মাটিতে প্রথম পা রাখে। তো আপনি কি প্রশ্ন করবেন না তাহলে এত বছর পর ও তারা চাঁদে কোনো মানুষ পাঠানোর কথা ভাবলেন না। অবাক হবেনা কিছু কথা বলতে নেই বুঝতে হয়। এর মানে আমি কিন্তু নাসা কে ছোটো করে দেখাতে চাইছি না। ওনারা অনেক গবেষণা করছেন যা অতুলনীয়। আর ইসরো মানে আমাদের ভারতের নিজস্ব মহাকাশ গবেষণা সংস্থা তা সত্যি কথা বলতে পৃথিবীর সবচেয়ে উন্নত বিশ্বের সেরা মহাকাশ গবেষণা সংস্থা। এই লেখাটা যারা পড়েছেন তিনি ভারতীয় নাগরিক না হন, তাহলে আপনাকে বলি নম্বর দেখে পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান আসে। সেইখানেই বর্তমানে ভারত প্রথম। এবার প্রতিবেশী দেশের মানুষ জনের কথা না বললেই হয় না, সত্যি বলতে নাসা ছাড়া ইসরোর কারও সাথে তুলনা করা পাপ হবে। চন্দ্রায়ান2 মিশনের কথা বলতে রোভার চাঁদের চারিদিকে ঘুরবে আর তার একটা অংশ যার নাম বিক্রম সেটা চাঁদের মাটিতে গিয়ে গবেষণা করবে পৃথিবীর সমস্ত দেশের মানুষ তা পড়বে। অবাক হবে