আমি কি বেকার?

আমি একজন গৃহ শিক্ষক। বেকার বললে ভুল বলা হবে, সবাই চাকরি না পাওয়া পর্যন্ত নিজেকে বেকার মনে করে অথবা ভাবে, কিন্তু সে যদি কোন কিছু উপার্জন করে তবে কি বেকার বলা সাজে? আমি মনে করি না তবে সমস্যা হলো পাড়ার বাসিন্দা গন, আত্মীয়ের কাছে জবাব দিতে পারিনা, তারা তো বেকার বলেই মেনে নিয়েছে ।
বর্তমান সময়ে অনেক দাদা ও দিদি শিক্ষক হিসেবে গৃহ শিক্ষকতার সাথে যুক্ত। আমি বলি যদি নিয়োগ না হয় তো আমাদের দোষ কোথায়। বলো না ন-দশ বার কী চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি। না না ন-দশ বার পরীক্ষায় তো হয়নি। পাঠক গন নমস্কার নেবেন।

Comments

Popular posts from this blog

জলের অতি ব্যবহার ও জল সংরক্ষণ

NRC-in Beagali